ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
![]()
নিউজ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুরে লেবুতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আশিক হোসেন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
গত ১৪ আগস্ট সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত আশিক (২৬) মহেশপুরের লেবুতলা গ্রামের রওশন হোসেনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন বলেন, সকালে তিনি জানতে পারেন, সীমান্তের লেবুতলা এলাকায় ভারতের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে নিশ্চিত হন, আশিক নামে স্থানীয় এক যুবক সীমান্ত এলাকার লেবুতলা পশ্চিমপাড়া দিয়ে ইছামতী নদী পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে লক্ষ্য করে গুলি করে। এতে আশিকের শরীরে গুলি লাগে।
তিনি আরও জানান, আশিক এলাকায় চোরাকারবারের সঙ্গে জড়িত। হয়তো চোরাচালান-সংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করে তাকে গুলি করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় অনেক দিন ধরেই কড়াকড়ি রয়েছে। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ পরিস্থিতিতে এমন কাজ করা আশিকের উচিত হয়নি।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, সকালে গ্রামবাসী স্থানীয় বিজিবিকে ক্যাম্পে এসে জানায়, ভারতের অভ্যন্তরে আশিক নামে এক ব্যক্তির বাঁ পায়ে ছররা গুলি লেগেছে। এরপর বিজিবির একটি দল বিষয়টি তদন্ত করতে গিয়েছিল। কিন্তু আশিকের পরিবারের কাউকে পাওয়া যায়নি।