বন্যা পরবর্তী বান্দরবানে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
বান্দরবানে বন্যার পানি নেমে যাওয়ার পর বিভিন্ন এলাকায় জ্বর, সর্দি-কাশি, পানিবাহিত রোগ ও চর্মরোগসহ নানা ধরনের রোগ ব্যাধির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এসব বন্যাকবলিত মানুষের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
গত ৮ আগস্ট থেকে বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের নিদের্শনায় ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে সেনাজোনের গেইট প্রাঙ্গণে গরিব, দুস্থ ও বন্যার্তদের বিনামূল্যে এই চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে। এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ জনগণ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা সেবা পাচ্ছেন।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, জেলা শহর ও আশেপাশের এলাকায় এ পর্যন্ত ২ হাজার চারশ ২২ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এর পাশাপাশি বন্যার্তদের বিশুদ্ধ পানি এবং খাবার সরবরাহ করা হচ্ছে।
৭ ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার জানান, বান্দরবানে বন্যা শুরুর পরপরই গত ৮ আগস্ট থেকে ৬৯ পদাতিক ব্রিগেডের নিদের্শনায় ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে বন্যা দুর্গতদের উদ্ধার কার্যক্রম, ত্রাণ সমাগ্রী প্রদান, খাবার বিতরণ ও চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ শুরু হয়।
তিনি আরও জানান, শুরুতে সর্দি, কাশি, জ্বর, বিভিন্ন ক্ষত, সাপে কাটা রোগীর আধিক্য ছিল আর বন্যা পরবর্তীতে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন পানিবাহিত রোগীর পাশাপাশি চর্মরোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অব্যাহত রেখেছে।
লে. কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার আরও জানান, স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে এবং যাদের বাসায় এখনও বিদ্যুৎ সংযোগ চালু হয়নি তাদের মোবাইল চার্জ করার জন্য পর্যাপ্ত পরিমাণে চার্জার পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সদরে সেনাবাহিনীর চিকিৎসকরা বন্যার্তদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে।