জুন মাসে টেকনাফে বিজিবির অভিযানে ৫৩ কোটি টাকার অবৈধ পণ্য ও অস্ত্র উদ্ধার
 
                 
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফ থেকে জুন মাসে প্রায় ৫৩ কোটি টাকার অবৈধ পণ্য উদ্ধার করেছে বিজিবি। এসব উদ্ধারের ঘটনায় ২৫টি মামলায় পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়া নিহত হয়েছেন তিনজন।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়সল হাসান খান জানান, জুন মাসে সীমান্ত ও চেকপোস্টে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৭ হাজার ৩৮৯ ইয়াবা উদ্ধার করে। এর মধ্যে মালিকসহ এক লাখ ৫৪ হাজার ২০ ও মালিকবিহীন ১৬ লাখ তিন হাজার ২৬৯ ইয়াবা ছিল। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫২ কোটি ৭২ লাখ ৭১৬ হাজার ৭শ’ টাকা। ইয়াবা উদ্ধারের ঘটনায় ১৩টি মামলায় তিনজন আটক হয় এবং ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনজন নিহত হয়।
অপরদিকে সারামাসে ২৪ হাজার টাকা মূল্যের ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব উদ্ধারের ঘটনায় একটি মামলায় একজন আটক হয়। এছাড়া সীমান্তের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১৩ লাখ ৯০ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাই পণ্য উদ্ধার করা হয়। এসব উদ্ধারের ঘটনায় ১০টি মামলায় কাউকে আটক করা যায়নি।
তিনি আরো জানান, বিজিবির সদস্যরা সীমান্ত থেকে দেশীয় তৈরি পাঁচটি অস্ত্র ও ১০টি কার্তুজসহ নগদ ৩০ হাজার ৪শ’ টাকা উদ্ধার করে। এসব উদ্ধারের ঘটনায় একটি মামলায় একজনকে আটক করা হয়। সীমান্তে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সতর্ক রয়েছে।
