চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ১৭টি সোনার বার উদ্ধার করলো বিজিবি
নিউজ ডেস্ক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাতিলা সীমান্ত থেকে ১৭টি সোনার বার উদ্ধার করেছে মহেশপুর-৫৮ বিজিবি।
গত ২২ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টার দিকে পাতিলা ঈদগাহ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
রাত ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা।
বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে জীবননগর পাতিলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনার বার পাচার হবে। খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল পাতিলা ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান নেয়। বিকাল ৫টায় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে পাতিলা ঈদগাহ অতিক্রম করে সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিজিবি টহল দল মোটরসাইকেলযোগে তার পিছু নেয়।
মোটরসাইকেলে থাকা ব্যক্তির কোমরে জোরে টান দিলে কাপড়ের তৈরি সাদা বেল্টটি খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। ওই ব্যক্তি বেল্টটি রেখেই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল বেল্টের মধ্য থেকে ১৭টি সোনার বার উদ্ধার করে। এর ওজন পাঁচ কেজি ৪৭৮ গ্রাম। আনুমানিক বাজার মূল্য চার কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা ও সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।