লংগদুতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে পার্বত্য মন্ত্রনালয়ের আর্থিক অনুদান প্রদান
![]()
নিউজ ডেস্কঃ
গত ৩রা জুলাই রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউপির ঢাকাইয়া টিলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়।
৫ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার মাইনীমুখ বাজার প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান মোঃ আঃ বারেক সরকারের সভাপতিত্বে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা পরিষদের বাস্তবায়নে অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী সহ-সভাপতি মোঃ হোসেন আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষ কান্তি দাশ সহ আওয়ামী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬২ পরিবারের প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে মোট ৮ লক্ষ ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।