শিক্ষক নিয়োগঃ রাঙ্গামাটিতে প্রক্সি দিতে গিয়ে আটক ১
 
                 
নিউজ ডেস্কঃ
রাঙ্গামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরতি চাকমা(২২) নামের একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) দুপুরে শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আটক করা হয়।
পরে তাকে কোতয়ালী থানায় সোপর্দ করেন পরীক্ষার হলে কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
কোতয়ালী থানা কর্তৃপক্ষ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জানাগেছে, আরতী চাকমা ও তার ছোট বোন দু’জনেই জেলা পরিষদের অধীনে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। আরতী তার খাতায় নিজের রোল নাম্বার ও নাম ঠিকানা পরীক্ষার শুরুতে পেন্সিল দিয়ে লিখেছিলো। পরীক্ষা শেষে সে খাতা জমা দেওয়ার সময় পেন্সিলের লেখাটি রাবার দিয়ে মুছে কলম দিয়ে তার ছোট বোনের নাম-রোল নাম্বার লিখে খাতাটি জমা দিতে গেলে বিষয়টি কর্তব্যরত একজনের নজরে আসে। এসময় তাকে চ্যালেঞ্জ করলে সে জালিয়াতির কথা স্বীকার করে। পরীক্ষার সময় দায়িত্বরত একজন জানিয়েছেন, মূলতঃ ছোট বোনের জন্যই সে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এটাও একধরনের প্রক্সি পরীক্ষা।
