খাগড়াছড়িতে চলছে ৯ দিনব্যাপী রথযাত্রা - Southeast Asia Journal

খাগড়াছড়িতে চলছে ৯ দিনব্যাপী রথযাত্রা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়িতে চলছে ৯ দিনব্যাপী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে শ্রী শ্রী রাধা বঙ্কু বিহারী মন্দির (ইসকন) পরিচালনা কমিটির উদ্যোগে শহরের শাপলা চত্তরে বর্ণাঢ্য শোভা রথযাত্রার শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

রাধা বঙ্কু বিহারী মন্দির (ইসকন) পরিচালনা কমিটির সভাপতি অমৃত লাল ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শামছুর নাহার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, নির্মলেন্দু চৌধুরী, পার্থ ত্রিপুরা জুয়েল, পৌর সভার পেনেল মেয়র ২ পরিমল দেবনাথ, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কান্তি দে, কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব প্রমুখ।
.
পরে ভক্তরা আনন্দ উল্লাসে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রথটি টেনে শহরের প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ন মন্দিরে গিয়ে শেষ হয়।

রথযাত্রা উপলক্ষে জেলা সদরের শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরসহ জগন্নাথ দেবের মন্দিরসমূহে ৯ দিনব্যাপী মহাজনীয় ভজন কীর্তন, বৈদিক নাটক, শ্রীশ্রী জগন্নাথ দেবের লীলা মহিমা বর্ণনাসহ দুর্লভ সাধু সঙ্গের আযোজন করা হয়েছে।