খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের বই বিতরণ
 
                 
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, খাগড়াছড়ি সদর শাখার উদ্যেগে এসএসসি পাশকৃতদের সংবর্ধনা ও বই বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫জুলাই) বিকালে সংগঠনটির আয়োজনে খাগড়াছড়ি জেলা সদর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং (শিক্ষা ও আইসিটি) (অ: দা:) জনাব মোঃ হাবিবুল্লাহ (মারুফ)।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, খাগড়াছড়ি সদর শাখার সভাপতি দহেন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি কাজল বরন ত্রিপুরা ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কেন্দ্রীয় সভাপতি প্রেম কুমার ত্রিপুরা প্রমুখ।
এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কৃতী শিক্ষার্থী ও অভিভাবকসহ শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন ।
