খাগড়াছড়িতে যুব মহিলালীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
 
                 
নিউজ ডেস্কঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পালিত হয়েছে যুব মহিলালীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার (৬ জুলাই) সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
জেলা যুব মহিলালীগের আহবায়ক বিউটি রানী ত্রিপুরার সভাপতিত্বে সদস্য সচিব ফারজানা আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।
এসময় জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগ সভাপতি যতন ত্রিপুরা, যুগ্ম আহবায়ক আফরিন জান্নাত, মহিলা আওয়ামীলীগের নেত্রী বাশরী মারমা, অন্তরা খীসা, খাগড়াছড়ি সরকারী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদিকা কেলী চৌধুরীসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
