টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ- পূর্ব দিকে মাদক পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতরে ইয়াবা ট্যাবলেট লুকায়িত অবস্থায় রেখেছে। এমন তথ্য পাওয়ার সাথে সাথে টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল এবং নাজিরপাড়া বিওপি থেকে একটি চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত স্থানে গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে তল্লাশী অভিযান পরিচালনা শুরু করে। তল্লাশী অভিযান চলাকালীন আনুমানিক কিছুক্ষণ পর টহলদল কেওড়া বাগানে ব্যাপক তল্লাশী করে পূর্ব হতেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বড় কেওড়া গাছের গোঁড়ায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১টি কালো পলিথিনে মোড়ানো ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়।
তল্লাশি অভিযান চলাকালীন আনুমানিক কিছুক্ষণ পর টহলদল কেওড়া বাগানে ব্যাপক তল্লাশি করে পূর্ব হতেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বড় কেওড়া গাছের গোঁড়ায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১টি কালো পলিথিনে মোড়ানো ব্যাগ উদ্ধার করে।
উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উক্ত এলাকায় টহলদল কর্তৃক সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।