এএফএমসি’তে সেনাবাহিনী প্রধানের সভাপতিত্বে ১৮তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে (এএফএমসি) অনুষ্ঠিত হলো কলেজের ১৮তম কাউন্সিল অব দ্য কলেজ বৈঠক। আজ রবিবার সকালে ঢাকা সেনানিবাসের এএফএমসি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএমএস মেজর জেনারেল কাজী মোঃ রশীদ-উন-নবী, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামান, এএফএমসি কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ মাসুদুল আলম মজুমদার, বিইউপি উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম, প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং তিন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে কলেজের বাজেট, ভর্তি প্রক্রিয়া ও পেশাগত পরীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়। Full Free MBBS Scholarship এর আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ৪ জন বিদেশি ক্যাডেটের ভর্তি ও অগ্রগতি তুলে ধরা হয়। এছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ফিলিস্তিনের ২ জন শিক্ষার্থীর ভর্তি অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি এএফএমসি থেকে উত্তীর্ণ ইন্টার্ন চিকিৎসকদের সিএমএইচ ঢাকায় চিকিৎসাসুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজের উন্নয়ন ত্বরান্বিত করতে সেনাবাহিনী প্রধান একাডেমিক ভবনের সম্প্রসারণ, ছাত্রীনিবাস সম্প্রসারণ, মসজিদ কমপ্লেক্স, দর্শক গ্যালারি ও মাল্টিপারপাস হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
১৯৯৯ সালের ২০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ৫৬ জন ক্যাডেট নিয়ে যাত্রা শুরু করে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ। বর্তমানে ছয়টি শিক্ষাবর্ষে (ইন্টার্নসহ) ৭৬০ জন ক্যাডেট অধ্যয়নরত আছেন। এ পর্যন্ত ২২টি ব্যাচে ১০০ জন বিদেশিসহ মোট ১,৯০৮ জন চিকিৎসক উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ৫৪৭ জন বাংলাদেশ সেনাবাহিনীতে এবং অনেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ দেশে-বিদেশে কর্মরত।

শুরু থেকেই উচ্চমানের চিকিৎসা শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে এএফএমসি বিভিন্ন এমবিবিএস পরীক্ষায় শীর্ষস্থানীয় ফলাফল বজায় রেখে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থান থেকে বর্তমানে এটি সশস্ত্র বাহিনীর পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অধিভুক্ত।
দেশের একমাত্র বাধ্যতামূলক আবাসিক সরকারি মেডিকেল কলেজ হিসেবে এএফএমসি হরতাল, ধর্মঘট বা অবরোধেও বিঘ্নহীনভাবে পাঠদান চালিয়ে যেতে সক্ষম। ২০০৫ সাল থেকে “JAFMC” শিরোনামে কলেজটি আন্তর্জাতিক মানের মেডিকেল জার্নাল নিয়মিত প্রকাশ করে আসছে—যা আইএসএসএন, ডিওএজে, আইএনএএসপি এবং হিনারিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তালিকাভুক্ত।
প্রসঙ্গত, সার্বিক একাডেমিক উৎকর্ষ, অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতির কারণে এএফএমসি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।