সাজেকে চাকমা তরুণী অপহরণের ঘটনায় জেএসএস সন্ত্রাসী আটক - Southeast Asia Journal

সাজেকে চাকমা তরুণী অপহরণের ঘটনায় জেএসএস সন্ত্রাসী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির সাজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও খাগড়াছড়ির বাসিন্দা দ্বীপিতা চাকমাকে অপহরণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম দানপ্রিয় চাকমা (২৬)। তিনি সাজেক দাড়িপাড়া গ্রামের অনিল চাকমার ছেলে।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সাজেকের সীমান্তবর্তী দাড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তোহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অপহরণেন ঘটনায় জড়িতদের ধরতে ওই এলাকায় যৌথ অভিযান চলমান রয়েছে। সন্দেহে আজ সকালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, দ্বীপিতা চাকমার পিতা স্মৃতেন্দু বিকাশ চাকমা তার মেয়েকে জোরপূর্বক অপহরণের ঘটনায় বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুই-তিনজনকে আসামি করে সাজেক থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, আটককৃত দানপ্রিয় চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি- জেএসএস এর সক্রিয় সদস্য। অপহরণের সাথে সে সরাসরি জড়িত। ভিডিও ফুটেজ দেখে তা নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গতকাল বুধবার (০৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা সাজেক যাওয়ার পথে শিজকছড়ি এলাকা থেকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। ঘটনার পরপর উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী ও পুলিশ। অপহরণের ছয় ঘণ্টা পরে সাজেকের দাড়িপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।