রাঙামাটিতে সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ
 
                 
নিউজ ডেস্ক
পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র সংগঠন নিয়ন্ত্রিত কয়েকটি তথাকথিত অনলাইন পোর্টালে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত গুজব প্রচার করে সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন। গতকাল মঙ্গলবার (৮৯ সেপ্টেম্বর) সেনাবাহিনীর কাপ্তাই জোন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়।
অভিযোগে আরোও বলা হয়, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন সমর্থিত হিল ভয়েজ, সিএইচটি নিউজসহ কিছু স্বার্থান্বেষী ফেসবুক পেইজ কর্তৃক কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মিতিংগাছড়ি আর্মি ক্যাম্পের ০৬ জন সাদা পোশাকধারী সেনা সদস্য কর্তৃক একজন মারমা মেয়েকে ধর্ষণ করা হয়েছে এই মর্মে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট অভিযোগ ও গুজব সংবাদ প্রচার করে সাধারণ জনগণের মধ্যে সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংকিউ মারমা জানান, ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যে মারমা মেয়ের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, বিষয়টি ব্যাপক প্রচারের ফলে মেয়েটির ও পরিবার সামাজিকভাবে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষে পরিবারটি স্থানীয় কারবারীকে সাথে নিয়ে এসে চেয়ারম্যান অফিসে এই মর্মে বক্তব্য প্রদান করেছে যে, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং মারমা পরিবারটিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের মিথ্যা বানোয়াট গুজব প্রচার করছে।
মারমা ওই পরিবারটি স্থানীয় সুশীল সমাজ ও আইন শৃংখলা বাহিনীর নিকট ঘটনাটির সরেজমিনে সত্যতা জেনে, যারা মিথ্যা গুজব এবং অপ-প্রচার করছে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহন করা হয় সে অনুরোধ জানিয়েছেন।
