নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে ৬০টি বার্মিজ গরু জব্দ - Southeast Asia Journal

নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে ৬০টি বার্মিজ গরু জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে ৬০ টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ভাল্লুকখাইয়া সীমান্তের ৪৯ পিলারের রবার বাগান নামক এলাকায় এবং রামুর গর্জনিয়া ক্যাজর বিল নামক এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে এসব বার্মিজ গরু জব্দ করেন বিজিবি সদস্যরা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাহল আহমেদ নোবেল জানান, বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, জানুযারি থেকে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন কর্তৃক গবাদিপশু ও অবৈধ সুপারি নিলামের মাধ্যমে প্রায় ২৭ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।