বান্দরবানে সেনা অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ ২ উপজাতি মাদক কারবারি আটক
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ ম্রো সম্প্রদায়ের দুই উপজাতি মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর আলীকদম জোন আওতাধীন পোয়ামুহুরী ক্যাম্পের একটি সেনা দল এ অভিযান পরিচালনা করে।
এসময় ইয়াবাসহ মেনরিং ম্রো (২৫) ও মেনডম ম্রো (৩১)কে আটক করা হয়। আটককৃত মেনরিং ম্রো ও মেনডম ম্রো আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের দরিমুখ এলাকার তংলে কারবারির ছেলে। তারা দুজনেই আপন সহোদর।
সূত্র জানায়, পোয়ামুহুরী বাজার থেকে দুই মাদক কারবারি লম্বুঝিড়ির বুতু নামের আরেক ইয়াবা ব্যবসায়ীর কাছে ইয়াবা পাচার করছে এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পোয়ামুহুরী ক্যাম্পের একটি সেনা দল নদীপথে অবস্থান নেয়। এসময় নদীতে সন্দেহজনক একটি নৌকা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই সহোদর মেনরিং ম্রো ও মেনডম ম্রো’কে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত দুই মাদক কারবারিকে জব্দকৃত ইয়াবাসহ আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর পক্ষ হতে ইয়াবাসহ আটককৃত দুইজনকে আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।