উখিয়া সীমান্তে ১ কেজি ৫৮ গ্রাম আইস জব্দ - Southeast Asia Journal

উখিয়া সীমান্তে ১ কেজি ৫৮ গ্রাম আইস জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত থেকে আইস নামে পরিচিত ১ কেজি ৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উখিয়ার বালুখালী সীমান্তের দিলদারের ঘের নামের স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবি সূত্র জানায়, গতকাল রাতে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের উখিয়ার বালুখালী সীমান্তচৌকির একটি বিশেষ টহল দল ২০ নম্বর সীমান্ত পিলারের পাশে দিলদারের ঘের নামের স্থানে অভিযান চালায়। এ সময় একটি বস্তা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওই বস্তার মধ্যে ১ কেজি ৫৮ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ এবং ১৮ ক্যান বিয়ার ছিল।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাদক ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন।