দুই চালক ও দুই হেলপার অপহরণ: রাতভর অভিযান শেষে ভোরবেলায় মুক্তি
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় দুটি কাভার্ডভ্যানসহ দুই চালক ও দু’জন হেলপার অপহৃত হওয়ার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে রামগড় উপজেলার দুর্গম ‘যৌথ খামার’ এলাকায় বনবীথি বাগান থেকে তাদেরকে অপহরণ করে ইউপিডিএফ (প্রসীত এর সন্ত্রাসীরা। সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ ও বিজিবিসহ অভিযান চালিয়ে সোমবার ভোরে (১১ সেপ্টেম্বর) দুই কাভার্ডভ্যানসহ ওই চালক হেলপারদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
অপহৃত হওয়ার পর অভিযানে উদ্ধারকৃতরা হলেন- কাভার্ড ভ্যানচালক আনোয়ার হোসেন ও মনির মিয়া এবং দুই হেলপার হান্নান মিয়া ও জায়েদ হোসেন।
এই তথ্য নিশ্চিত করে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, রোববার দিবাগত রাতে দুর্গম পাহাড়ের যৌথ খামার এলাকায় ওই দুটি কাভার্ডভ্যানের সঙ্গে থাকা চালক ও হেলপারদের সন্ত্রাসীরা অপহরণ করে। এই খবর পাওয়ার পর সেখানে রাতভর অভিযান চালানো হয় । অতঃপর সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরবেলা তাদের সুস্থ স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওসি জানান, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই বিষয়ে আরও তদন্ত কার্যক্রম চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীত) সন্ত্রাসীরা এই এলাকায় ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় রোববার রাতে অস্ত্রের মুখে চালক-হেলপারসহ ওই কাভার্ডভ্যান দুটি তারা অপহরণ করে। তবে সেনাবাহিনী তথা নিরাপত্তা বাহিনীর অভিযানে টিকতে না পেরে তারা ট্রাক এবং অপহরণকারী চালক-হেলপারদের ফেলেই পালিয়ে যায়।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর সাজেকে যাওয়ার পথে বাঘাইছড়ির সিজক এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে (চাকমা সম্প্রদায়ের) অপহরণ করে উপজাতি সন্ত্রাসীরা। সেনাবাহিনীর কয়েক ঘণ্টার অভিযানের পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।