রাঙামাটির কাপ্তাইয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী - Southeast Asia Journal

রাঙামাটির কাপ্তাইয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাইয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ১০ আর.ই ব্যাটালিয়ন।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল।

তিনি বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

এসময় পদস্থ সামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।