বিমান বাহিনীর এমওডিসি রিক্রুট দলের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত - Southeast Asia Journal

বিমান বাহিনীর এমওডিসি রিক্রুট দলের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীর ৫১তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) লালমনিরহাটে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিটে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

এতে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৫০ জন এমওডিসি (বিমান) রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। রিক্রুট (এমওডিসি) মো. আদিল মিয়া শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে “চৌকস রিক্রুট ট্রফি” লাভ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানসেনা, এমওডিসি এবং রিক্রুটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।