জুনিয়র সার্ভিসেস কাবাডিতে পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী
নিউজ ডেস্ক
ফুটবল, ক্রিকেট বাদে দেশের বাকি সকল খেলা সার্ভিসেস সংস্থাগুলোর উপর নির্ভরশীল। খেলোয়াড়রা এই সংস্থার প্রতিনিধিত্ব করেই জীবিকা নির্বাহ করেন। বিভিন্ন ফেডারেশন সার্ভিসেস লিগ/টুর্নামন্টে আয়োজন করে। কাবাডি ফেডারেশন এবার আয়োজন করেছে জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগ।
জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের শেষ খেলায় তারা ৩৪-১৬ পয়েন্টে পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় নৌবাহিনী।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় এজেআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সামছু উদ্দিন আহম্মেদ, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এবং যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।