চীন ও ভারতীয় পর্যটকদের ভিসা দেবে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার
নিউজ ডেস্ক
চীন এবং ভারতীয় পর্যটকদের জন্য অন এরাইভাল ভিসা দেবে মিয়ানমার। দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শাসক জান্তা বিদেশি পর্যটক আকর্ষণে এবং নগদ অর্থ আহরণে এই উদ্যোগ নিয়েছে।
জান্তার অভিবাসন মন্ত্রণালয়ের বরাত দিয়ে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার গতকাল জানিয়েছে, এক বছরের ট্রায়াল স্কিমের জন্য এটি শুরুর তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। ভিসাধারীরা নিরাপত্তার জন্য সীমাবদ্ধ এলাকা ব্যতীত সমস্ত সাইট দেখার অনুমতি পাবে।
মিয়ানমারের জান্তা ২০২১ সালের অভ্যুত্থান বিরোধীদের দমনে সংগ্রাম করছে এবং স্বীকার করেছে দেশটির এমন কিছু অংশ রয়েছে যা তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। চলমান সংঘাতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো মিয়ানমার ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
কয়েক দশকের সামরিক শাসনের পর ২০১১ সালে মিয়ানমার পর্যটকদের জন্য উন্মুক্ত হয়, যা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
দেশটি করোনা মহামারি চলাকালীন তার সীমানা বন্ধ করে দিয়েছিল এবং সামরিক অভ্যুত্থান ও পরবর্তীতে ভিন্নমতের ওপর দমন-পীড়ন চালানোয় পর্যটকরা দূরে সরে যায়।