মানবিকতার দৃষ্টান্ত দেখাল আলীকদম সেনা জোন - Southeast Asia Journal

মানবিকতার দৃষ্টান্ত দেখাল আলীকদম সেনা জোন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে এক অভাবী মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সেনাবাহিনীর আলীকদম জোন।

জানা গেছে, আলীকদম উপজেলার ২ নং ওয়ার্ডের বাসিন্দা রোকেয়া বেগম। স্বামীকে হারিয়েছেন ৭ বছর আগে। দুই ছেলে ও দুই মেয়ের বিধবা জননী তিনি। বড় মেয়ে এবং ছেলেরা বিয়ে করে পৃথক পরিবারে বসবাস করেন। ছোট মেয়ের সঙ্গে একার সংসারে জীবনযুদ্ধ লড়ছেন রোকেয়া বেগম। মানুষের বাড়িতে কাজ করে সামান্য উপার্জনে জীবিকা নির্বাহ করেন।

সম্প্রতি তার ছোট মেয়ে পাখি আকতার (১৯) এর বিয়ে ঠিক হয়। কিন্তু অভাবে জর্জরিত সংসারে মেয়ের বিয়ের দুঃশ্চিন্তায় অনেকটা পাগলপ্রায় হয়ে পড়েন এই মা। তার পক্ষে বিয়ের খরচ বহন করা প্রায় অসম্ভব।

খবর পেয়ে অভাবী এই মায়ের পাশে এসে দাঁড়ায় সেনাবাহিনীর আলীকদম জোন। পাখি আকতার এর বিয়ে উপলক্ষে ১০০ জন বরযাত্রীর খাবার এর আয়োজন ও সার্বিক বাবস্থাপনায় সমন্বয় সাধন করে আলীকদম সেনা জোন।

শুক্রবার(১৫ সেপ্টম্বর) আলীকদম দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই বিয়ে সম্পন্ন হয়।

জোন অধিনায়ক মোঃ সাব্বির হাসান উক্ত বিবাহে কনের জন্য স্বর্ণের কানের দুল এবং প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যসামগ্রী প্রদান করেন।

তিনি জানান, সমাজের অসহায় ও দুস্তদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এভাবেই সবসময় দুস্থ এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াবে আলীকদম সেনা জোন।