লংগদুতে শ্রেয়া ও মিটন চাকমার লেখাপড়ার দায়িত্ব নিলো সেনাবাহিনী
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির লংগদুতে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের সহযোগিতায় আবারও লেখাপড়া শুরু করবে দুই চাকমা সম্প্রদায়ের কিশোর-কিশোরী। তাদের একজনের নাম মিঠুন চাকমা ও অপর জনের নাম শ্রেয়া মনি চাকমা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় লংগদু জোনের কনফারেন্স রুমে তাদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়ার সময় তাদের লেখা পড়ার দায়িত্ব নেন জোন অধিনায়ক।
শ্রেয়া মনি চাকমা বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি খেদারমারা ইউনিয়নের দেবনাৎ চাকমার মেয়ে। সে ও তার পরিবার জোনে উপস্থিত হয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য সাহায্য চাইলে জোন অধিনায়ক সঙ্গে সঙ্গে তার লেখা পড়ার দায়িত্ব নেন এবং তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন।
অপরদিকে, মিঠুন চাকমা লংগদু উপজেলার দাদী পাড়া এলাকার সুনীতি রঞ্জন চাকমার ছেলে। মিঠুন চাকমার বাবা একজন খেটে খাওয়া মানুষ। বাবা তার ছেলেকে একাদশ শ্রেণিতে ভর্তি করাতে অপারগতা প্রকাশ করে জোন অধিনায়কের নিকট আসে। জোন অধিনায়ক মিঠুন চাকমার একাদশ শ্রেণিতে ভর্তি এবং লেখাপড়া করানোর দায়িত্ব নেন। একই সময় তার অসুস্থতার জন্য তাকে আর্থিকভাবেও সহযোগিতা করেন।
জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নিরন্তর কাজ করছে সেনাবাহিনী। এ সকল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।