ফেনীতে ছিনতাইকালে রোহিঙ্গা যুবক আটক - Southeast Asia Journal

ফেনীতে ছিনতাইকালে রোহিঙ্গা যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী বাজারে মোবাইল ফোন ছিনতাইকালে আবদুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আবদুল খালেক কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি-৪ ব্লকের আবদুর রশিদের ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বক্তারমুন্সি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, সকালে উপজেলার বক্তারমুন্সী বাজারে এক পথচারীর মোবাইল ফোন ছিনতাইকালে খালেককে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খালেক কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি-৪ ব্লকের আবদুর রশিদের ছেলে। তার সঙ্গে আরও এক সহযোগী ছিলেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছিনতাইকালে আটক রোহিঙ্গা যুবককের নামে মামলা দায়ের করা হয়েছে।