খাগড়াছড়িতে ১২শ প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক ১, অটোরিকশা জব্দ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ১২শ প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক ১, অটোরিকশা জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ১২শ প্যাকেট বিদেশিসহ প্রিয়তম দেওয়ান (২৯) নামের এক চোরাকারবারিকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। এসময় চোরাচালানে ব্যবহতৃ একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন পানছড়ি-খাগড়াছড়ি সড়কে এ অভিযান চালায় পুলিশ।

আটককৃত প্রিয়তম দেওয়ান (২৯) খাগড়াছড়ি সদর উপজেলার ৫নং ভাইবোনছড়া ইউপির দেওয়ানপাড়া ৩নং ওয়ার্ডের রনধীর দেওয়ানের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, খাগড়াছড়ি জেলার নাগরিক নিরাপত্তা সুনিশ্চিতে, দেশের সামাজিক ও অর্থনীতিতে হুমকি এমন সকল অপরাধ দমনে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর দক্ষ দিক-নির্দেশনায় ও নের্তৃত্বে অত্র জেলার সকল থানা ফাঁড়ি সর্বদা তৎপর। এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এসআই সৈয়দ ছানাউল্লাহ নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা কলোনীপাড়া উপজেলা পরিষদ মাঠ সংলগ্ন পানছড়ি-খাগড়াছড়ি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশায় তল্লাশি অভিযান চালায়। এ সময় ১২শ প্যাকেট (চব্বিশ হাজার) শলাকা সুপার স্লিম মন্ড সিগারেটসহ প্রিয়মত দেওয়ানকে আটক করে পুলিশ। পাশাপাশি তার ব্যবহৃত অটোরিকশাও জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ২ লাখ ১৬ হাজার টাকা।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে বিধি মোতাবেক থানায় মামলা দায়ের করা হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বলেন, সোনার বাংলাদেশ বিনির্মানে দেশের অর্থনীতির জন্য হুমকি এইরুপ অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যাবস্থা করতে খাগড়াছড়ি জেলা পুলিশ সর্বদা তৎপর।