বান্দরবানের আলীকদমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান - Southeast Asia Journal

বান্দরবানের আলীকদমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বান্দরবান জেলার আলীকদমে সেনাবাহিনী আলীকদম জোন কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আলীকদম জোনের হল রুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, গরিব ও দুস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্রছাত্রীদের খাবার বিলসহ সর্বমোট ২ লাখ ৫৪ হাজার ৭২৯ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. সাব্বির হাসান।

এসময় তিনি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।