জুরাছড়ি জোন কর্তৃক বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
রাঙ্গামাটিতে অতিবৃষ্টি ও ভারী বর্ষনের ফলে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব জায়গাগুলোতে পানিবন্ধীতে ক্ষতিগ্রস্ত হয়ে অনাহার ও অভাবে আছেন শতাধিক পরিবার।
এই অবস্থায় রাঙ্গামাটি রিজিয়নের জুরাছড়ি জোনের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বন্যার কবলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জুরাছড়ি জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় বন্যায় পানি বন্দি হয়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়রা সেনাবাহিনীর ত্রাণ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।