সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমান বাহিনী প্রধান - Southeast Asia Journal

সংযুক্ত আরব আমিরাত গেলেন বিমান বাহিনী প্রধান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান দুইজন সফরসঙ্গীসহ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা ত্যাগ করেন।

এই সময়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান শারজাহে অবস্থিত এএএল গ্রুপ এর আমন্ত্রণে উক্ত প্রতিষ্ঠানের এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ওভারহল প্লান্ট পরিদর্শন করবেন।

এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান উক্ত প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।