রাঙামাটিতে বিজিবির উদ্যোগে বন্যা কবলিত অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ - Southeast Asia Journal

রাঙামাটিতে বিজিবির উদ্যোগে বন্যা কবলিত অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে সীমান্ত সুরক্ষার পাশাপাশি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে রাঙামাটির দুর্গম এলাকায় মানবতার সেবায় গরীব দুঃখী অসহায় মানুষের কল্যাণে ত্রাণ বিতরণ করেছে রাজনগর জোন।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজনগর জোনের দায়িত্বপুর্ণ এলাকায় বন্যা কবলিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সহায়তা পেয়ে স্থানীয় জনগণ বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় জোন অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রাজনগর জোন অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। এমন মানবসেবামূলক কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।