খাগড়াছড়িতে বন্যা দূর্গতদের পাশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বন্যা দূর্গতদের পাশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

টানা ৫ দিনের বৃষ্টি, পাহাড়ী ঢল ও ঝড়ো হাওয়ায় খাগড়াছড়ির বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আসা বন্যা দূর্গতদের মাঝে খাবার বিতরণ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

সন্ধ্যায় জেলা শহরের শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, বটতলা মিউনিসিপ্যাল আশ্রয় কেন্দ্র ও গঞ্জপাড়া আশ্রয় কেন্দ্রে অবস্থানরত প্রায় ৩ শতাধিক উপজাতি ও বাঙ্গালী পরিবারের মাঝে শুকনা খাবার ও খিচুড়ি বিতরণ করে সংগঠনটির নেতা-কর্মীরা।

এসময় বাঙ্গালীদের পাশাপাশি উপজাতি নারীরাও খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করে পিবিসিপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, পৌর প্যানেল মেয়র পরিমল দেবনাথ ছাড়াও এসময় পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের জেলা সভাপতি আসাদুল্লাহ আসাদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন কায়েশ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোহেল রানাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া নেতৃবৃন্দ স্থানীয় বন্যা দূর্গতদের মাঝে ভবিষ্যতেও সহায়তার আশ্বাস প্রদান করেন। নেতৃবৃন্দ বলেন, পাহাড়ে বৈষম্যের স্বীকার বাঙ্গালীদের অধিকার আদায়ের পাশাপাশি আর্ত-মানবতার সেবায় পিবিসিপির কার্যক্রম অব্যাহত থাকবে।