নানিয়ারচরে বন্যা কবলিত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

নানিয়ারচরে বন্যা কবলিত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির নানিয়ারচরে বন্যা কবলিত অসহায় হতদরিদ্র পরিবারসমূহের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন বিহার পাড়া এলাকায় আজ রবিবার (১ অক্টোবর) বন্যা কবলিত ২৫টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নানিয়ারচর জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ রোকন-উজ-জামান খান উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র জনগণের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may have missed