ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার - Southeast Asia Journal

ভারতীয় চিনিসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের অভিযানে ভারতীয় ৯০ বস্তা চিনি অবৈধভাবে নিয়ে আসার সময় ৪ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার পাইকুরহাটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—ধর্মপাশা উপজেলার নাগডড়া গ্রামের এরশাদ মিয়া, দৌলতপুর গ্রামের মো. আবুল কাউছার, কাজিহাটি গ্রামের হেলাল মিয়া, ফাতেমানগর গ্রামের শফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে ২টি ট্রলি ভ্যানও জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ বলেন, ‘চোরাকারবারীদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স ভূমিকায় আছে। প্রতিনিয়তই টহল অব্যাহত আছে।’

You may have missed