নাইক্ষ্যংছড়িতে অবৈধ পথে মিয়ানমার থেকে আনা ৪৬টি জব্দ করল বিজিবি

নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হতে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ৪৬টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর সদস্যরা।
আজ বুধবার (৪ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধীনস্থ ভালুখাইয়া, লেম্বুছড়ি, জামছড়ি এবং ফুলতলী বিওপি কর্তৃক এসব গরু জব্দ করা হয়।
জানা যায়, এদিন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়ন এর অধীনস্থ ভালুখাইয়া, লেম্বুছড়ি, জামছড়ি এবং ফুলতলী বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ৪৬টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
এসব জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মালিকবিহীন গরুগুলো ব্যাটালিয়ন সদরে নিলাম করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাহল আহমেদ নোবেল জানিয়েছেন, সীমান্তে যে কোন ধরনের অপতৎরতা রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।