বান্দরবানে অনাথ শিক্ষার্থী ও বৌদ্ধভিক্ষুর মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ - Southeast Asia Journal

বান্দরবানে অনাথ শিক্ষার্থী ও বৌদ্ধভিক্ষুর মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ি জেলা বান্দরবানের ঐতিহ্যবাহী রাজগুরু বৌদ্ধ বিহারের দুইশতাধিক অনাথ শিক্ষার্থী ও বৌদ্ধভিক্ষুর মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বান্দরবানের উজানী পাড়াস্থ রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে রাজগুরু বৌদ্ধ বিহারের অনাথ ছাত্র-ছাত্রী ও বৌদ্ধ ভিক্ষুদের মাঝে রান্না করা এসব খাবার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনাথ শিক্ষার্থী ও বৌদ্ধভিক্ষুর মাঝে রান্না করা এসব খাবার বিতরণ করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, সম্প্রীতির জেলা বান্দরবানে জাতি-ধর্ম-বর্ণ ভুলে মিলে-মিশে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে কাজ করছে সেনাবাহিনী। এর আগেও, সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন এ জেলার মানুষের বিপদে-আপদে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এসময় রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার মেজর মোঃ শায়েখ-উজ-জামান, রাজগুরু বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ড. সুবন্নলংকারা মাহাথেরো, বিহার পরিচালনা কমিটির সভাপতি চহ্লাপ্রু জিমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

You may have missed