নানিয়ারচরে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করল সেনাবাহিনী - Southeast Asia Journal

নানিয়ারচরে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করল সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির নানিয়ারচরে অবৈধভাবে পাচারকালে পৃথক অভিযান চালিয়ে ৮২.২ ঘনফুট গামারী ও সুরুজ এবং ৪৭৯২ ঘনফুট অবৈধ সেগুন, গামারী কড়ই ও গোল কাঠ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা।

গতকাল (৪ অক্টোবর) নানিয়ারচর জোনের আওতাধীন বুড়িঘাট আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ কেরাকুটাপাড়া এলাকা হতে ৮২.২ ঘনফুট অবৈধ গামারী ও সুরুজ কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ হাজার টাকা।

এছাড়া, একইদিন ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ রামহরিপাড়া এলাকা হতে ৪৭৯২ ঘনফুট অবৈধ সেগুন, গামারী কড়ই এবং গোল কাঠ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ টাকা।

জোন সূত্র জানিয়েছে, জব্দকৃত কাঠসমূহ প্রচলিত আইন অনুযায়ী বুড়িঘাট বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা, বনজ সম্পদের অপব্যবহার এবং অবৈধ কাঠ পাচার রোধকল্পে নানিয়ারচর জোনের এই অভিযান অব্যাহত থাকবে।