সাংবাদিকদের সাথে আলীকদম সেনা জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

সাংবাদিকদের সাথে আলীকদম সেনা জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের লামা ও আলীকদমে কর্মরত সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে আলীকদম জোনের কনফারেন্স হল রুমে লামা ও আলীকদম সাংবাদিকদের সমন্বয়ে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান।

এসময় জোন অধিনায়ক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোন ধরনের সহিংসতা সৃষ্টির সম্ভাবনা যেন না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। এলাকায় যাতে কোন স্বার্থান্বেষী মহল সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেদিকে সকলকে সর্বদা সতর্ক থাকার আহবানও জানান তিনি।

এসময় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েমসহ লামা ও আলীকদম উপজেলার প্রেসক্লাবসহ অনান্য সাংবাদিক সংগঠনের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।