খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়িন পার্বত্য জেলা সদরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা বিভাগের আহবায়ক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরর্ণাথী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, সিভিল সার্জন মো. ইদ্রীস মিঞা, পরিবার পরিকল্পনার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে পরিবার পরিকল্পনা বিভাগসহ স্বাস্থ্য বিভাগে ভালো কাজের জন্য ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।