সিকিমে ৬ সেনাসহ ১৯ জনের মৃত্যু, নিখোঁজ ১০৩ - Southeast Asia Journal

সিকিমে ৬ সেনাসহ ১৯ জনের মৃত্যু, নিখোঁজ ১০৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিকিমে আকস্মিক বন্যায় ছয় সেনাসহ অন্তত ১৯ জন মারা গেছেন। ১৯ জনের মৃত্যুর পাশাপাশি ১৬ জন সেনাসহ আরও ১০৩ জন এখনও নিখোঁজ আছে।

বন্যায় তিন হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছে। যাদের মধ্যে দুই হাজার ৫০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে ও ছয় হাজার জনকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভির একটি প্রতিবেদন।

সেনাবাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো বৃহস্পতিবার থেকেই তিস্তা নদীর অববাহিকায় এবং উত্তরবঙ্গের ঢালু এলাকায় বেঁচে থাকা ও নিখোঁজ লোকদের খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, ‘আমাদের নিবেদিত দলগুলো এই বিপর্যয়ের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য দিনরাত কাজ করছে। আমি প্রশাসন, স্থানীয় কর্তৃপক্ষ, সমস্ত সংস্থা এবং ব্যক্তিদের সংহতি ও সহযোগিতা আশা করছি।’

সিকিম সরকার আরেকটি হিমবাহী হ্রদ বিস্ফোরণের সতর্কতা জারি করেছে এবং সাম্প্রতিক আকস্মিক বন্যায় সেনাক্যাম্প থেকে বিস্ফোরক ও গোলাবারুদ ভেসে যাওয়ার ঝুঁকির কারণে পর্যটকদের তাদের ভ্রমণ পরিকল্পনা বিলম্বিত করার আহ্বান জানিয়েছে।

আকস্মিক বন্যায় সিকিমের ১১টি সেতু ধ্বংস হয়েছে, যার মধ্যে মাঙ্গান জেলার আটটি, নামচিতে দুটি ও গ্যাংটকের একটি সেতু রয়েছে। বন্যায় চারটি জেলার পানির পাইপলাইন, স্যুয়ারেজ লাইন এবং ২৭৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সিকিমে এনডিআরএফ প্লাটুনগুলি স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়ার জন্য প্রস্তুত রয়েছে৷

এর আগে বৃহস্পতিবার সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের বিবৃতিতে জানানো হয়, ল্যাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথ্যাং বাঁধ থেকে পানি অপসারণের ফলে নদীর পানি সমতল ১৫ থেকে ২০ ফুট বেড়ে গেছে। এর ফলে সিংতামের কাছে বারদাংয়ে রাখা সেনাবাহিনীর যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে তিস্তা নদীর পানি বাংলাদেশে প্রবেশ করছে। স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আকস্মিক বন্যায় ভেসে গেছে সড়ক; উপচে পড়েছে পানি।

উদ্ভূত পরিস্থিতিতে সিকিম রাজ্য প্রশাসন বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি বিদ্যমান রেখেছে।