রাঙামাটিতে ইউপি সদস্যকে অপহরণের অভিযোগ
নিউজ ডেস্ক
রাঙামাটিতে রঞ্জন বিকাশ চাকমা নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুর ২টার দিকে শহরের বনরূপা সমতাঘাট থেকে তাঁকে অপহরণ করা হয়।
রঞ্জন বিকাশ নানিয়াচর বুড়িঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি নানিয়াচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের শৈলশ্বরি গ্রামে।
বুড়িঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রমোদ খীসা অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রমোদ খীসা বলেন, ‘রঞ্জন সকালে তাঁর বাড়ি বুড়িঘাটের শৈলশ্বরি থেকে মালামাল নিয়ে বিক্রির জন্য রাঙামাটির বনরূপায় আসেন। বাজারে আসলে সমতাঘাট থেকে রঞ্জনকে অজ্ঞাত লোকেরা অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।’
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত এখনও জানি না। আমরা খোঁজ নিচ্ছি।’