মিয়ানমার থেকে এলো ৩ কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস - Southeast Asia Journal

মিয়ানমার থেকে এলো ৩ কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে আসা কক্সবাজারের টেকনাফ থেকে ৩ কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ। এর আগে, রোববার (৮ অক্টোবর) রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। গভীর রাতে দুই ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ধাওয়া দেয়া হয়। এ সময় সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে তারা পালিয়ে যায়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

তিনি বলেন, চোরাকারবারিদের শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার করা মাদক ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

You may have missed