বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রদান
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের রুমায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রদান করেছে সেনাবাহিনীর রুমা জোন।
আজ বুধবার (১১ অক্টোবর) সকালে রুমা জোন কর্তৃক স্থানীয় স্কুল/কলেজের ৪০ জন শিক্ষার্থীর মাঝে এসব প্রদান করা হয়।
রুমা জোন অধিনায়ক লেঃ কর্নেল ক ম আরাফাত আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী এবং আর্থিক সহযোগিতা তুলে দেন।

এসময় জোন অধিনায়ক বলেন, পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রুমা উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং আর্থিক সহযোগিতা প্রদান করতে পেরে আমরা আজ অনেক আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জোন অধিনায়ক।
এসময় রুমা জোনের সামরিক পদস্থ কর্মকর্তা, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।