আলীকদমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান - Southeast Asia Journal

আলীকদমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেছে সেনাবাহিনীর আলীকদম জোন। এছাড়া একই সাথে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীও বিতরণ করে সেনাবাহিনী।

আজ বুধবার (১১ অক্টোবর) জোন আওতাধীন লামা উপজেলার ইয়াংছা জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্বোধন ও মতবিনিময় শেষে এসব মানবিক কার্যক্রম পরিচালনা করে আলীকদম জোন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোঃ সাব্বির হাসান।

এসময় তিনি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আলীকদম জোন আলীকদম ও লামার দুর্গম পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বনপুর-সাঙ্গু মৌজায় অবহেলিত ও বঞ্চিত ছাত্র ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ঘটাতে আলীকদম সেনাজোনের সার্বিক তত্বাবধানে জীনামেজু উচ্চ বিদ্যালয়টি নির্মাণ করা হয় এবং লামা উপজেলার ইয়াংছা এলাকার জীনামেজু অনাথ আশ্রমের ১২ জন ছাত্র ও ৭০ জন ছাত্রী এবং ওই এলাকার ৭ জন পুরুষ ও ১০৭ জন মহিলাসহ শিশুদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও ঔষধ বিতরণ করে।

ভবিষ্যতেও সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের পাশে থেকে যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত উ. নন্দমালা থের সভাপতিত্বে জোন উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ নুরুজ্জামান তূর্য এর নেতৃত্বে জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট ও এলাকার স্থানীয় ১৭০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।