দীঘিনালায় গৃহহীনদের ঘর পাচ্ছে সাবলম্বীরা, নৈপথ্যে মোটা অঙ্কের ঘুষ
 
                 
নিউজ ডেস্কঃ
গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টিআর) কর্মসুচীর আওতায় গৃহহীনদের জন্য বাসগৃহ নির্মান প্রকল্পে ঘর পাচ্ছে সাবলম্বীরা আর ৫০ হাজার টাকা ঘুষের বিনিময়ে তা দিচ্ছেন খোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের করা তালিকার ভিত্তিতে টিআর প্রকল্পে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে উপজেলার ৫টি ইউনিয়নে ২ লক্ষ ৫৮ হাজার ৫শত ৩১ টাকা ব্যায়ে মোট ৩৪টি বাসগৃহের নির্মান কাজ চলছে।
এ বিষয়ে অনুসন্ধানে উঠে আসে ৩ নং কবাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন’র দূর্নীতিন কথা। তালিকায় নিজের ইউনিয়নে মোট ৬ জনের নাম অন্তর্ভুক্ত করেন জাহাঙ্গীর। জমি আছে কিন্তু ঘর নেই এমন নাগরিকদের উক্ত প্রকল্পে অন্তর্ভূক্তির বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জমি ও ঘর দুটোই থাকা ব্যক্তিদের প্রত্যেকের কাছ থেকে ঘর নির্মান বাবদ ৫০ হাজার করে টাকা নিয়ে তাদেরকে উক্ত প্রকল্পে অন্তর্ভূক্ত করে গৃহ নির্মান করে দিচ্ছেন। এ ছাড়া যাদেরকে তিনি ঘর তৈরি করে দিচ্ছেন তাদের সবাই অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল।
এ নিয়ে এলাকায় লোকজনের মধ্যে নেতিবাচক ধারনার সৃষ্টি হয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
