সারাদেশের মতো নড়াইলের উন্নয়নও অব্যাহত থাকবে: সেনাবাহিনী প্রধান
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম সফিউদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশের মতো নড়াইলের উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে। এই এলাকা আমার পূর্বপুরুষের ভিটা, আমি নাড়ির টানে এখানে বারবার ফিরে আসি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে।
রোববার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মধুমতী নদীর তীরে করফা গ্রামে সেনাপ্রধানের বাবার নামে নির্মিত ১০ শষ্য বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনের পর তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি কৃষ্ণচুড়ার গাছ রোপন করেন। একই কমপ্লেক্সে তিনি একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং শিশু-কিশোরদের মাঝে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরন করেন।
স্থানীয় উদ্দেশ্যে তিনি আরও বলেন, লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
শেষে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।