মাটিরাঙ্গা জোনে মা‌সিক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Southeast Asia Journal

মাটিরাঙ্গা জোনে মা‌সিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনে মা‌সিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে‌ছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর ) সকালে জোন সদ‌র সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান।

মাটিরাঙ্গা জো‌নের আওতায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সকলের পাশে আ‌ছে উ‌ল্লেখ ক‌রে জোন অধিনায়ক ব‌লেন, যেকোন প্রতিকূল প‌রি‌বেশ মোকা‌বেলায় সবসময় সেনাবাহিনী প্রস্তুত র‌য়ে‌ছে। সন্ত্রাসী তৎপরতা নির্মূলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান ‌তি‌নি।

এসময় মা‌টিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, উপজেলা প‌রিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আ‌নিছুজ্জামান ডা‌লিম, পৌর মেয়র মোঃ সামছুল হক, থানার ও‌সি মোঃ জাকারিয়া, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলমসহ সামরিক ও বে-সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।