কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় চারজনকে জরিমানা - Southeast Asia Journal

কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় চারজনকে জরিমানা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে রাঙামাটির লংগদুতে মাছ ধরার অপরাধে চার জনকে আট হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) লংগদু উপজলো শাখার সদস্যরা উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলীর নলুয়া এলাকায় অভিযান চালিয়ে কাপ্তাই হ্রদে জাল দিয়ে মাছ ধরা অবস্থায় চারজনকে জালসহ আটক করে।

আটককৃতরা হলো, উপজলোর গাঁথাছড়া গ্রামের মহজ্জত আলীর ছেলে শরাফত আলী (২৬), ফুরেরমুখ এলাকার আলী আহম্মেদের ছেলে খোরশেদ আলম (২৩), চাইল্যাতলী এলাকার মো. আসলাম মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৬) ও আবু তাহের (২৪)। পরে তাদেরকে লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর কুমার রায়ের আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন।

বিএফডিসি লংগদু উপজলো শাখার র্কমর্কতা মো. আকবর হোসনে জানান, মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করে আটককৃতরা মাছ ধরছিলেন। এসময় আমাদের টহলের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।