বিভিন্ন কোর ও রেজিমেন্টে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত - Southeast Asia Journal

বিভিন্ন কোর ও রেজিমেন্টে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের রিক্রুট ব্যাচ-২০২৩ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুট ব্যাচ-২০২৩ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ চট্টগ্রাম সেনানিবাসের দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে অনুষ্ঠিত হয়।

আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ-২০২৩ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ হয় ঘাটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এসব কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনীর সাঁজোয়া কোরের কুচকাওয়াজ অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স (এমজিও) এবং আর্মি মেডিকেল কোরের কুচকাওয়াজ অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে সাঁজোয়া কোরে ২৪২ জন পুরুষ রিক্রুট, ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এক হাজার ৩৪৯ জন পুরুষ রিক্রুট এবং আর্মি মেডিকেল কোরে ৪৩৭ জন রিক্রুট (পুরুষ ৩৯১ জন ও নারী ৪৬ জন) বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলেন।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথিরা বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।