বাসন্তি চাকমাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও শহর ত্যাগের দাবিতে মানববন্ধন - Southeast Asia Journal

বাসন্তি চাকমাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও শহর ত্যাগের দাবিতে মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্কঃ

উগ্র-সাম্প্রদায়িক, রাষ্ট্র ও সংবিধান বিরোধী বক্তব্য প্রদানকারী সংরক্ষিত মহিলা সাংসদ বাসন্তী চাকমাকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও খাগড়াছড়ি ত্যাগের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য অধিকার ফোরামের নেতা-কর্মীরা।

পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাঈন উদ্দিনের নেতৃত্বে এসময় সংগঠনটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দুপুরে (১৪ জুলাই) খাগড়াছড়ি শহরস্ত চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাপলা চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয় সংগঠনটির নেতা-কর্মীরা।

এসময় বক্তারা বাসন্তি চাকমা কে আজকের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পাহাড় ত্যাগ করা, বাসন্তি চাকমা কর্তৃক উগ্র সাম্প্রদায়িক, মিথ্যা বক্তব্যের জন্য আনুষ্ঠানিক ভাবে সংসদে দাড়িয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে তার বক্তব্য প্রতাহার করে নেওয়া, অসাম্প্রদায়িক আওয়ামীলীগ সদস্য হয়েও উগ্র সাম্প্রদায়িক বক্তব্য প্রদান করায় তাকে মহিলা আওয়ালীগ হতে বহিস্কার করা ও একজন অসাম্প্রদায়িক নারীকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ হিসাবে মনোনয়ন দেবার আহবান জানান।