বান্দরবানে ১১ বিজিবির অভিযানে বিপুল পরিমান বার্মিজ সিগারেট জব্দ
 
                 
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিামন অবৈধ বার্মিজ সিগারেট জব্দ করেছে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
গতকাল (২০ অক্টোবর) শুক্রবার সোনাইছড়ি নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় এসব সিগারেট জব্দ করা হয়।
জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদর কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সোনাইছড়ি নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫০ প্যাকেট বার্মিজ সিগারেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ঊনচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালিকবিহীন সিগারেট ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সাহল আহমেদ নোবেল জানিয়েছেন, সীমান্তে যে কোন চোরাচালান ঠেকাতে ১১ বিজিবির সদস্যরা তৎপর রয়েছে।
