রামগড়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বিজিবির শারদ শুভেচ্ছা উপহার বিতরণ - Southeast Asia Journal

রামগড়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বিজিবির শারদ শুভেচ্ছা উপহার বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব-২০২৩ উদযাপন উপলক্ষ্যে রামগড় বিজিবি জোন কর্তৃক সনাতন ধর্মাবলম্বী গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শারদ শুভেচ্ছা উপহার হিসেবে পাহাড়ি থামি এবং বাঙ্গালী জনসাধারণের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ ২১ অক্টোবর শনিবার ৩০ টি পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপহার তুলে দেন।

এসময় তিনি বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় বিজিবি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।

অনুষ্ঠানে বিজিবির পদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।